ভোলায় চর দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে জেলা সদরের মেঘনার চরে দু’পক্ষের সংঘর্ষে কান্টু বেপারী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টিন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।