বৈরী আবহাওয়ায় বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ বন্ধ

0
71
Newshunter24, Barisal, launch stoppage, weather, cyclonic storm, warning signal, BIWTA, river port,

বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় দানার ফলে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বেলা ১১টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টায় নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ বরিশালের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

উপ-পরিচালক বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া পরিস্থিতি বুঝে ঢাকা-বরিশাল রুটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here