আনুষ্ঠানিকতা ছাড়াই স্বল্প পরিসরে বিয়ে করলেন ছোট র্পদার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী সারিকা সাবাহ।
তবে এ বিয়ে বাস্তবে নয়, নাটকে। সম্প্রতি‘সীমিত পরিসরে বিয়ে’ নামক একটি নাটকে অভিনয় করেছেন এ দুই তারকা।
ঈদকে সামনে রেখে এ নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর।
নাটকটির ব্যাপারে শামীম বলেন, নাটকটির গল্প চমৎকার। কাজ করে ভালো লেগেছে। আশা করছি সবারই পছন্দ হবে।
অন্যদিকে সারিকা বলেন, খুব মজার একটি নাটক। আমার বিশ্বাস নাটকটি সবার পছন্দ হবে।
এনএইচ২৪/জেএস/২০২১