সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনায় প্রাণ হারিয়েছে আরও প্রায় ৬ হাজার মানুষ। একই সময় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (২৮ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৩৮ হাজার ৮১৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৬৮ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৬০ জন। করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯ হাজার ১৭৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৯৬২ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।