সারাবিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলছে মহামারি করোনায় সংক্রমণ ও মৃত্যু। চলছে করোনার দ্বিতীয় ঢেউ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৬২৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এনএইচ২৪/জেএস/২০২১