বিয়ের বাস নদীতে, নিহত ১৪

0
88
Newshunter24, Pakistan, Indus River, Missing,

উত্তর পাকিস্তানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিন্দু নদীতে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও অনেকে। নিখোঁজদের অনেকেই মারা যেতেন পারে বলে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গিলগিত-বালতিস্তান অঞ্চলের কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হিলি বন্দরে এলো ২৭ ট্রাক পেঁয়াজ

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বাসটিতে প্রায় ২৪ জন যাত্রী ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। নিহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাসটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়ালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর ১টার দিকে এটি দিয়াম জেলার তেলচি ব্রিজ থেকে ছিটকে নদীতে পড়ে যায়।

প্রসঙ্গত, ২৫ আগস্ট রাওয়ালাকোট শহরের কাছাকাছি পাকিস্তান শাসিত কাশ্মীরে একটি যানবাহন খাদে পড়ে ২৯ জন যাত্রী নিহত হয়। একই দিনে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের লাসবেলা জেলায় আরো একটি বাস খাদে পড়ে ১১ জন নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here