কক্সবাজার বাঁকখালী মোহনা থেকে বালু খুঁড়তে গিয়ে শুক্রবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টার দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বস্তাভর্তি বিপুল পরিমাণ ১৫৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করছে বাংলাদেশ বিমানবাহিনী সদস্যরা।
বাংলাদেশ বিমান বাহিনী সূত্রে জানা যায়, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসিই সিসি নামের একটি চায়না কোম্পানি। বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ দেয়া হয় ফাতেমা ড্রেজার কোম্পানিকে।
প্রতিষ্ঠানটি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য মাটি খুঁড়াখুড়ি করতে গিয়ে বস্তাভর্তি গুলি দেখতে পায় বিমানবাহিনীর সদস্যরা। পরে বিষয়টি শেখ হাসিনা বিমান ঘাঁটির পদস্থ কর্মকর্তাদের জানানো হয়।
এসময় উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উদ্ধার হওয়া গুলিসমূহ গণনা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়মানুসারে পুলিশের কাছে হস্তান্তর করে।
এনএইচ২৪/জেএস/২০২১