বাগেরহাটের ফকিরহাটে বর্তমানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা রোগি। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও তীব্র উপসর্গ নিয়ে ৩ জন মানা গিয়েছে। তাছাড়া ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজেটিভ হয়েছে। সংক্রমনের হার ৫৪.৫৫ শতাংশ। এছাড়াও এছাড়াও ঘরে ঘরে সর্দি জ্বর ও কাশির লক্ষণ নিয়ে রোগি রয়েছে। বর্তমানে ফকিরহাটে ব্যাপক হারে সামাজিক সংক্রমণ ঘটেছে বলে মনে করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে রোগির চাপ বাড়ছে হাসপাতালে। তবে বেশির ভাগ রোগি বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড রোগিদের জন্য ৩০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ৪০টি অক্সিজেন সিলিন্ডার ও পর্যাপ্ত অষুধের মজুদ আছে। টেস্ট কিড থাকলেও এ মুহুর্তে করোনা টীকা না থাকলেও চলতি মাসে এসে পৌঁছাবে বলে দাবী করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
গত ২৪ ঘন্টায় ফকিরহাটের সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ আলী সরদার ও পিলজঙ্গ ইউনিয়নে ২ জন মারা গিয়েছেন। এছাড়া উপজেলায় বিগত কয়েক দিনে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার বলেন, রোগিদের আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা সেবা দিচ্ছি। মানুষ স্বাস্থ্য বিধি না মানায় করোনা সংক্রমণ বেড়ে গেছে, তাই জ্বরসহ সর্র্দি কাশি দেখা দিলে করোনা পরীক্ষা করা সহ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। তিনি সকলকে মাস্ক পড়া, সামাজিক দুরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।