বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের রিয়াদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলো- হিজলা গ্রামের নাজমুল খান, ছামির শেখ, মৃণাল হাদুয়া, তুহিন শেখ ও কাজী নূরনবী। এ সময় আটকৃতদের কাছ থেকে ১৮৫০ টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে চিতলমারী থানার (ওসি) এএইসএম কামরুজ্জামান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই ৫ জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় চিতলমারী থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে। এ জাতীয় কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।