বরিশালে নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩

0
1048

বরিশালে গৌরনদী উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় আরও একজন নিহত হয়েছেন। এ পর্যন্ত সহিংসতায় দুদিনের ব্যবধানে ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহা আলম খান নামে আরো একজন মারা যান।

এ হামলার জন্য খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী ফিরোজ মৃধার সমর্থকদের দায়ী করেছেন নিহতের স্বজনরা।

এর আগে ২১ জুন নির্বাচনের দিন ককটেল হামলায় পরাজিত মেম্বার প্রার্থী মন্টু হাওলাদারের সমর্থক মৌজে আলী মৃধা নিহত হন। একই দিন সন্ধ্যায় ককটেল হামলায় আবু বকর নামে অপর এক যুবক নিহত হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here