মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব গাঙ্গুলি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন আছেন ৩০৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৮৬ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে মোট ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯ জন, ঝালকাঠীসহ অন্যান্য জেলায় আরও ৩ জন মারা গেছেন।