মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১০ জনের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার (২২ জুলাই)অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৯.৩৬ শতাংশ। জেলায় মোট ১৭ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪ জন। মারা গেছেন ৫২৬ জন।