বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ মৃত‌্যু

0
954

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত‌্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মারা গেছেন করোনায় আর ৯ জন করোনার উপসর্গে। শনাক্ত হয়েছেন আরও ১৯২ জন। সুস্থ হয়েছেন ১৪২ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার (১৪ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা যাওয়া ছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শজিমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪.৭১ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৩৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৯৪৯ জন। মারা গেছেন ৪৮৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here