সফলতার চাবিকাঠি বলতে শুধু মেধা, পরিশ্রম কিংবা সততা যেকোনো একটিকে বিশেষায়িত করা উচিত নয় যার জ্বলন্ত প্রমাণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাঁর লেখা “আদর্শ হিন্দু হোটেল” বইটিতে।
শুধু পরিশ্রমই যদি প্রয়োজন ছিল তবে গায়ে খাটা শ্রমিকরা পৃথিবীর শ্রেষ্ঠ সফল ব্যক্তি হতে পারতেন নতুবা শুধু মেধাই যদি হতো একমাত্র সম্বল তবে যেকেউ ঘরের কোণে বসে মেধার জোরেই করে নিত বিশ্বজয়।অন্যদিকে সততা ছাড়া মেধা আর পরিশ্রমের কোনো মূল্য আদো আছে কি?
হিন্দু হোটেলের হাজারি অজোপাড়া থেকে উঠে আসা এক হতদরিদ্র রাধুনি যার পরিবার অনাহারে,অর্ধাহারে দিন কাটাতো। অথছ সেই হতদরিদ্রের স্বপ্ন ছিল আকাশচুম্বী এবং সে প্রমাণ করেছে মানুষ তার স্বপ্নের সমানই বড়।
হাজারিকে তাচ্ছিল্য করার দাঁত ভাঙ্গা জবাব সে দিয়েছে সফলতা দিয়ে, তুঙ্গস্পর্শী প্রাপ্তি নিয়ে হাজারি এখন একসময়কার বিত্তবান ব্যক্তিদের রক্ষক।