ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু

0
318

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনায় ও ৫জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান শনিবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালটিতে ৪০৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে। এতে সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্সদের।

তিনি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৭৩ শতাংশ। জেলা এ পর্যন্ত ১৫ হাজার ৬৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here