দীর্ঘ ১০০ দিন (প্রায় ৪ মাস) পর বুধবার (৩০ জুন) স্বামী সৃজিতের দেখা পেলেন দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।
ভারত সীমান্তে এসে স্ত্রী মিথিলা ও আইরাকে রিসিভ করেন সৃজিত মুখার্জি। সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে কলকাতার বাসার উদ্দেশ্যে রওনা হন তারা।
গাড়িতে বসে সেলফি তোলে তা আবার নিজের ফেসবুকে পোস্ট করেছেন সৃজিত। অন্যদিকে মিথিলাও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন—‘১০০ দিনের নির্জনতার পর।