প্রবল বৃষ্টিতে পাকিস্তানে নিহত ১৪, আহত ২৬

0
332

প্রবল বৃষ্টির কারণে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে বাড়ি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৬ জন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, প্রদেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং ডেরা ইসমাইল খান, হাজারা ও মালাকান্দ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৪ টি বাড়ি পুরোপুরি ধসে গেছে এবং ২১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রবল বৃষ্টির কারণে এক দিনে খাইবার পাখতুনখাওয়ার বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন আহত হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে ত্রাণ পাঠানো হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here