২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এবারের পরীক্ষায় পাশ করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। মেধার ভিত্তিতে ৩৭টি সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন নির্বাচিত ৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে নারী ২ হাজার ৩৪১ ও পুরুষ ২ হাজার ৯ জন।
উত্তীর্ণদের মধ্যে থেকে বেসরকারি ৭০টি কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৭ জন।
বোরবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা বিভাগের সচিব আলী নূর।
এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন।
মেডিক্যালে ভর্তি পরীক্ষার ফল জানতে এখানে (http://result.dghs.gov.bd/mbbs) ক্লিক করুন।
প্রসঙ্গত, মহামারি করোনার কারণে প্রায় ৬ মাস পর গত শুক্রবার (২ এপ্রিল) সকালে দেশের ১৮টি সরকারি মেডিক্যাল কলেজ ও একটি সরকারি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
এনএইচ২৪/জেএ/২০২১