সাভারে কর্মস্থল থেকে রাতে ফেরার পথে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় বুধবার (২৩ জুন) রাতেই মামলার পর ভুক্তভোগীর দুই সহকর্মীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন— ভুক্তভোগীর সহকর্মী তারেক রহমান ও মো. রাব্বি, অমিত হাসান। তারা সকলেই হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এর আগে ২২ জুন হেমায়েতপুর জয়নাবাড়ী পশ্চিম পাড়া এলাকায় কামাল হোসেনের বাড়িতে আটকে রেখে ওই পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনা ঘটে।
মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুন রাতে কাজ শেষে ভুক্তভোগী ওই শ্রমিক হেঁটে বাসায় ফিরছিলেন। কিছুক্ষণ পরেই জয় নাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা সহকর্মী তারেক ও রাব্বি ওই শ্রমিককে তুলে নিয়ে পাশ্ববর্তী কামাল হোসেনের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করে।