দিনাজপুরের পার্বতীপুরে মডেল থানা পুলিশের হাতে ফেনসিডিল গ্রেফতার হওয়ায় সেই স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে বরখাস্ত করেন।
বরখাস্ত হওয়ায় শিক্ষকের নাম আরিফ সরদার (৩৪)। তিনি পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং হাবড়া ইউপির ভবানীপুর শেরপুর বনডাঙ্গা গ্রামের আমিনুল ইসলাম কালামের পুত্র।
উল্লেখ্য, গত ২ জুলাই রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ কেরুর মোড়ে শিক্ষক আরিফ সরদার কে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা হয় এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।