পলাশবাড়ীতে অসহায় দুস্থ্যদের মাঝে বসুন্ধরা গ্রুপের ঈদ সামগ্রী বিতরন

0
336

গাইবান্ধার পলাশবাড়ীতে কালেরকন্ঠ শুভ সংঘ’র আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় করোনা কালে ঈদ উপহার হিসেবে ৩’শ’ অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ জুলাই সোমবার বিকেলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পলাশবাড়ী সরকারী কলেজ মাঠে কর্মহীন-অসহায় দুস্থ্য ৩শ’ নারী-পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, আটা, লবণ, তেল ও অন্যান্য সামগ্রীসহ ১৫ কেজি ওজনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান, কালেরকন্ঠ শুভ সংঘ’র কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মাহমুদা চৌধুরী ও কালেরকন্ঠ গাইবান্ধা জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন।

সমগ্র বিতরণ অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন কালেরকন্ঠ শুভ সংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ রহমান শাকিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here