নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রাম থেকে রোববার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রসহ দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিচ, দুটি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল ও একটি দা জব্দ করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার সোমবার (৫ জুলাই) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটকরা হলো- কালিকাপুর গ্রামের মো. মারুফ হোসেন ও হাকিমপুর গ্রামের মো. রুবেল।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ছয়ানী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের খালিশপুর গ্রাম থেকে ৫/৬ জন যুবকের একটি সংঘবদ্ধ দল পার্শ্ববর্তী ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের দিকে যাচ্ছিল। তাদের হাতে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের।পরে স্থানীয় কয়েকজন যুবক তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দৌড়ে পালাতে চেষ্টা করে।
এ সময় দেশীয় অস্ত্রসহ ব্যাগ হাতে থাকা মারুফ এলাকাবাসীর হাতে আটক হন। পরে আটক মারুফের দেয়া তথ্য মতে তাৎক্ষণিক রুবেল নামে আরেকজনকে আটক করে এলাকাবাসী। আটকদের বেগমগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।