নোয়াখালীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রাণ গেল ২ ছাত্রের

0
1082

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ফোরকানিয়া মাদ্রাসার সামনে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজ (২২) আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলো, গাজী মো. আশকার, মিনহাজুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই ও ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল করে দারুল আকরাম মাদ্রাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শিমুলতলী মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here