নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে।
গত শনিবার সন্ধায় ওই উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আতিকুল ইসলাম দুদু রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে মারা যান। তিনি মাগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুদু গত ২২ জুন করোনা উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। ওই দিনেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৪ জুন তিনি নমুনা দেন।
গত ১ জুলাই তার করোনা পজেটিভ আসে। পরে তাকে রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন তিনি মারা যান।