নিখোঁজের ৫ দিন পর যুবদল নেতার গলিত লাশ উদ্ধার

0
1053

পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে সোমবার বিকাল ৫টার দিকে শাহজাহান আলী নামে এক যুবদল নেতার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহজাহান পাবনার জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি পেশায় ফটোস্ট্যাট ব্যবসায়ী। তিনি ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, ৩১ মার্চ সন্ধ্যায় দোকান থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ শাজাহান আলী। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ না পেয়ে ১লা এপ্রিল সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার (৫ এপ্রিল) বিকালে গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনে টয়লেটের হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়।

আটঘরিয়া থানা পরিদর্শক (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খরর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনেরা লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here