না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা তবিবুল ইসলাম বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আহসানুল হক মিনু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মিনু জানান, ‘উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খ্যাতিমান অভিনেতা তবিবুল ইসলাম বাবু। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার করোনা হয়েছিল। তবে মৃত্যুর আগে করোনা নেগেটিভ এসেছিল। কিন্তু তার ফুসফুসের অবস্থা ভালো ছিল না।
এনএইচ২৪/জেএস/২০২১