নতুন রের্কড গড়লেন বাবর আজম

0
1135

সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে দুর্দান্ত জয় পেল পাকিস্তান। এই জয়ের মূল ভিত গড়ে দেয় অধিনায়ক বাবর আজমের চোখধাঁধাঁনো সেঞ্চুরি। বাবর আজমের অধিনায়কোচিত সেঞ্চুরিতে ২৭৪ রানের লক্ষ্যটা খুব সহজ বানিয়ে ফেলেছিল পাকিস্তান।

কিন্তু বাবর আজম ফিরে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা, লড়ে যায় একদম শেষ পর্যন্ত। আশা জাগিয়েও রোমাঞ্চকর লড়াইটি শেষ বলে গিয়ে হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে রসি ফন ডার ডুসেনের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে ২৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ম্যাচের একদম শেষ বলে গিয়ে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান। বাবরের নেতৃত্বসুলভ ব্যাটিংয়ের পর শেষ বলে জয় নিশ্চিত করেন ফাহিম আশরাফ।

প্রসঙ্গত, সবশেষ ২০০৫ সালে ভারতের বিপক্ষে শেষ বলে ম্যাচ জিতেছিল পাকিস্তান।

১৭ বাউন্ডারি হাঁকিয়ে ১০৪ বলে ১০৩ রান করেন বাবর। আর এমন নজরকারা ইনিংসের পর অনন্য এক রেকর্ড বগলদাবা করেন এ অধিনায়ক। হাশিম আমলা-বিরাট কোহলিদের পেছনে ফেলে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৩ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

মাত্র ৭৬ ইনিংস খেলে ১৩ সেঞ্চুরি করেছেন তিন ফরম্যাটের পাক অধিনায়ক বাবর আজম। পুরুষদের ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে এত কম সময়ে ১৩ সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ক্রিকেটার।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here