দ্বিতীয় বারের মতন বাতিল হল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান!

0
1003

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবারও সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশ থেকে পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমনের কারনে গত বছরও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।

নোবেল ফাউন্ডেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ২য় বছরও বিজ্ঞান ও সাহিত্যে নোবেল বিজয়ীরা তাদের পদক নিজেদের দেশ থেকে গ্রহণ করতে পারবেন। তবে শান্তি পুরস্কারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ঐতিহ্যগতভাবে এই পদকটি সুইডেনে নয় বরং নরওতে দেওয়া হয়ে থাকে।

অবশ্য এখনও অসলোতে শান্তি পুরস্কার দেওয়ার সম্ভাবনা নাকচ করা হচ্ছে না উল্লেখ করেছে নোবেল ফাউন্ডেশন।

সংস্থাটি বলেছে, কমিটি ‘এখনও শান্তিতে নোবেল বিজয়ীকে অসলোতে স্বাগত জানানোর সম্ভাবনা রেখে দিচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here