দ্বিতীয় দফায়ও করোনা নেগেটিভ সাকিব আল হাসান

0
1165

আইপিএল স্থগিত হওয়ার পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর কোয়ারেন্টাইনে থাকা সাকিবের ১ম করোনা পরীক্ষার পর ২য় দফায়ও নেগেটিভ এসেছে।

সাকিবের পরীক্ষার ফল গতকাল শনিবার পাওয়া যায়। এদিনই তার দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়। রোববার তার ফল নেগেটিভ আসে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাকিব আল হাসানের টানা দুই পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। গতকাল প্রথম টেস্টের ফল পাওয়ার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। সেটার ফল আজ নেগেটিভ আসে।’

এদিকে স্ত্রীসহ মোস্তাফিজেরও প্রথম দফায় করোনা নেগেটিভ আসে। আজ তার দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে। ৬ মে ভারত থেকে ফিরে সাকিব ও মোস্তাফিজ নিজেদের ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। সাকিব ফোর সিজন্স হোটেলে এবং মোস্তাফিজ হোটেল সোনারগাঁওয়ে আছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here