দেশের উন্নয়নে বিজিবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
754

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন এ দেশের উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য বৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিজিবি’র অবদান অনস্বীকার্য।

তিনি চুয়ডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের দীর্ঘ সীমান্ত সুরক্ষা ও সম্পদের নিরাপত্তা বিধানে বিজিবি সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এ বাহিনীর সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যেকোন ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রাখছে। তাই, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিজিবির অবদান অনস্বীকার্য। প্রতিমন্ত্রী এ সময় দেশ ও জাতির প্রয়োজনে ভবিষ্যতেও এই বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতি মন্ত্রী আরো বলেন, যারা সীমান্ত রক্ষায় নিয়োজিত তাদের পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা ও আন্তরিকতার উপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। প্রতিমন্ত্রী তাই এ বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, কোভিড ১৯ ভাইরাস মোকাবিলায় বিজিবির সদস্য বৃন্দ যে আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এনডিসি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এ সময় রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here