দলীয় শৃংখলা ভঙ্গের জন্য ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদককে সাময়িক বহিস্কার

0
1452

গোপালগঞ্জে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবেদ উকিলকে পদ থেকে সাময়িক বহিস্কার করেছে সদর উপজেলা যুবলীগ।

মঙ্গলবার (৬ জুলাই) প্রেরিত গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী ও সাধারন সম্পাদক মোল্লা মোহাম্মদ ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (৫ জুলাই) তাকে সাময়িক বহিস্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার, বৌলতলী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবেদ উকিলকে সংগঠনের নীতি, আদর্শ ও শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার আনিত অভিযোগে বৌলতলী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।

পত্রে আরো উল্লেখ করা হয়, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল প্রকার কর্মকান্ড থেকে তাকে বিরত থাকার আদেশ দেয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here