সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে বাহুবলী’খ্যাত পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘থ্রি আর’।
মুক্তির আগেই নানা ওটিটি প্লাটফর্ম এবং ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কাছে দারুণ চাহিদা তৈরি করেছে ‘আরআরআর’ বা ‘থ্রি আর’।
তার জেরে মুক্তির আগেই ৯০০ কোটি রুপি আয় ঘরে তুলে নিলো ছবিটি৷ জানা গেছে, পেন স্টুডিওর কাছে বিক্রি হয়েছে সিনেমাটির সম্প্রচার এবং মিউজিক সত্ত
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রামচরণ তেজ, আলিয়া ভাট, এনটি রামা রাও জুনিয়র এবং অজয় দেবগন।
এনএইচ২৪/জেএ/২০২১