তিলধারণের ঠাঁই নেই ইসলামি মহাসম্মেলনে

0
78
Newshunter24, Islamic Conference, Suhrawardy Udyan, Dhaka,

পূর্বঘোষণা অনুযায়ী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। তিলধারণের ঠাঁই নেই সম্মেলনে। লাখো আলেম-ওলামা অংশগ্রহণ করেছেন এই সম্মেলনে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সম্মেলনে যোগ দিতে ফজরের নামাজের পরপর সেখানে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। সকাল ৯টায় সম্মেলন শুরু হয়।

সম্মেলনের শুরু থেকেই একেক করে বক্তব্য দিচ্ছেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর বসে, দাঁড়িয়ে বক্তব্য শুনছেন দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতা।

আরও পড়ুন: গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেফতার

সম্মেলনে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন প্রমুখ উপস্থিত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here