মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে নতুন করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২৪ জন। জুলাই মাসে শনাক্ত হয়েছে মোট আক্রান্তের ৪৩.৪১ শতাংশ।
এ ছাড়াও ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন একজন। এ নিয়ে জুলাই মাসের ৩০ দিনে মারা গেছেন ১০২ জন। অর্থাৎ জেলার মোট মৃত্যুর ৪৮.৫৭ শতাংশর মৃত্যুই এই মাসে।
শুক্রবার (৩০ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় গত বছর ৮ এপ্রিল। এর পর গত ৩০ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ছিলো সাত হাজার ৭০৭ জন। চলতি জুলাই মাসের ৩০ দিনেই আক্রান্ত ৫ হাজার ৯১৪ জন।