মহামারি করোনাভাইরাসে টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৬ জন। শনাক্তা হয়েছে ১৭৬ জনের। আক্রান্তের হার ৩৩.৭৮ শতাংশ।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান রোববার (১১ জুলাই) সকাল ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২২৭ জন। আর জুলাই মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত ১১ দিনে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২০ জন। এই ১১ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪ জন, উপসর্গ নিয়ে ৪১ জন মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৭৪ ও উপসর্গ নিয়ে ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের দিনের চেয়ে আজ (রোববার) রোগীর সংখ্যা বেশি।