টাঙ্গাইলে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

0
315

মহামরি করোনাভাইরাসের আক্রান্ত ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে। শনাক্ত হয়েছেন ২৫৪ জন। আক্রান্তের হার ৩৯.৫১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫৭৫ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছর ৮ জুন টাঙ্গাইলের মির্জাপুরে ১ম করোনা রোগি শনাক্ত হয়। এবছর ১২ জুন থেকে আক্রান্তের হার ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। মাঝে ২৫ ও ২৬ জুন আক্রান্তের হার ২৫ শতাংশের নিচে থাকলেও পরে তা আবার বেড়ে যায়। জুলাই মাস থেকে আক্রান্তের হার ৪০ শতাংশের ওপরে রয়েছে।এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরো ৩৬ জনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here