মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদাহে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮৬জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯০ জন, মারা গেছেন ১০৭ জন।
ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৫০টি নমুনা পরীক্ষার পর নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৩৮ শতাংশ । আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১৯ জন, শৈলকুপাতে ১৭জন, হরিণাকুন্ডুতে ১৩জন, কালীগঞ্জে ১৫ জন, কোটচাদপুরে ১৫ জন ও মহেশপুরে ৭ জন।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ৪ জন ও মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১ জনের মৃত্যু হয়েছে।