জেলা প্রশাসকে পদকে ভূষিত করায় জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

0
364

গোপালগঞ্জে করোনাকালীন সময়ে বিভিন্ন সেবাসূলক কাজের অগ্রগতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকে ভূষিত করায় সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।

বুধবার সকালে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে শুরু থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ২০২০ সালের ১ এপ্রিল থেকে পরিবার পরিচিতি কার্ড করার উদ্যোগ নেয়া হয়। বর্তমানে ৩ লাখ ৬ হাজার ৪৮৮টি পরিবারের মাধ্যমে ১১ লাখ ৩ হাজার ৪৭৩ জন সদস্যকে সুবিধা দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এ সম্মামনা পদক শুধু আমার নয় এ পদক পুরো গোপালগঞ্জবাসীর। সকলের সহযোগীতায় গোপালগঞ্জ জেলাকে বাংলাদেশের মধ্যে একটি আইকন হিসাবে গড়ে তুলতে চাই।

এদিকে, এ কাজের মাধ্যমে সরকারি সাহায্য সহযোগীতা দরিদ্র পরিবারের হাতে পৌছে দেয়ার অবদানের জন্য জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকে ভূষিত করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডি এলজি) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো: ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওসমান গনি, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসুন মন্ডল, এস এম নজরুল ইসলাম, বাদল সাহাসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্স শুরুর আগে প্রাক্কালে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here