জানা গেছে মগবাজারে বিস্ফোরণের কারণ

0
1046

রবিবার (২৭ জুন) রাজধানীর মগবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই উদ্ধার কাজ এবং বিস্ফোরণের কারণ জানার উদ্দ্যেশে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যরা।

এ বিষয়ে বিষ্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ সোমবার (২৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে। বিভিন্ন ধরনের গ‌্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে। এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়। শুধু গ্যাস লিকেজ থেকে এতো বড় বিস্ফোরণ অস্বাভাবিক।

অন্যদিকে, দুপুরে মগবাজার ওয়ারলেস গেটে বিস্ফোরিত এলাকা পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সাংবাদিকদের জানান, ‘বিস্ফোরিত এলাকায় মিথাইল গ্যাসের গন্ধ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here