অভিনয় যে এক কঠোর সাধনা আর বির্সজন তা আবারও প্রমাণ করেছেন ‘পদ্মাপুরাণ’ সিনেমায় অভিনেত্রী সাদিয়া আফরিন মাহি।
চরিত্রের প্রয়োজনে মাথার সব চুল ফেলে দিতে হয়েছে তাকে। যাকে বলে একেবারে ন্যাড়া মাথা।
সিনেমার পরিচালক রাশিদ পলাশ এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির একটি দৃশ্যের প্রয়োজনে তাকে চুল ফেলে দিতে হয়েছে। প্রথম যখন তাকে বিষয়টি বলি, সে রাজি হচ্ছিল না। কিন্তু আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি। তিনিও চরিত্রের প্রয়োজনে রাজি হন। কিন্তু যখন শুটিং সেটেই তার মাথা ন্যাড়া করা হচ্ছিল তখন তার চোখ বেয়ে পানি পড়ছিল। নারীর কাছে চুল একটি বড় বিষয়। বুঝতে পারছিলাম- তার কষ্ট হচ্ছে।’
কী ধরনের দৃশ্যের জন্য চুল কাটা হলো জানতে চাইলে পলাশ বলেন, ‘গল্পটা আমরা এখনই বলতে চাই না। সিনেমা মুক্তির পরে জানতে পারবেন দর্শক। বলে দিলে গল্পের চমক কমে যাবে।’