চাঁপাইনবাবগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি এলাকায় শনিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে মোঃ ফারুক (২৭) নামে এক যুবককে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছেন র্যাব ।
এ সময় তার পাওয়ারটিলার গাড়ি থেকে ১টি পিস্তুল ১টি ওয়ানশুটার গান ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফারুক সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর হতে তেলের ড্রামসহ একটি পাওয়ারটিলারে করে অবৈধ অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে।
র্যাব সদস্যরা রেহাইচর এলাকার জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে অভিযান চালিয়ে পাওয়ারটিলার থেকে অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করে।
এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে।