লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সাংসদ এম এ আউয়াল এবং টিটু নামে আরেক আসামিকে পল্লবী থানায় দায়ের করা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৫ জুন) ২ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার সাব-ইন্সপেক্টর অনয় কুমার।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২ জুন আউয়ালসহ আরও দুই জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামাল গত মাসে আউয়ালের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এনএইচ২৪/জেএস/২০২১