বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে নভেম্বরে মাসে পদত্যাগ করেছেন নির্মাতা খিজির হায়াত খান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি লিখেছেন, ‘আমার যুদ্ধ ইসলামিক মৌলবাদ, হিন্দুত্ববাদ সহ আমার দেশের ভিতর ও বাহিরের সকল শত্রুর বিরুদ্ধে। ইহা চলমান থাকিবে যতদিন নিঃশ্বাস বহিবে। সরকারি পদে থাকা মানে এই নয় যে মনের কথা এডিট করে বলতে হবে। সেই জন্য হাজারো মানুষ ২৪ শে আসিয়া আবারও প্রাণ দেয় নাই, আহত হয় নাই, আর যদি তাই নিয়ম হয় তবে সেই নিয়ম আমি মানিনা। কোন পদ পদবীর জন্য নিজেকে বদলাইতে এই বয়সে আর পারবো না, সেই সুশীল আমি হইতে চাই না। খুশির সংবাদ এই যে এই সকল কিছু বিবেচনা করিয়া ব্যাক্তিগত কারণে আজ হইতে ৩ সপ্তাহ আগেই আমি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হইতে স্বেচ্ছায় নিজের পদ ছাড়িয়া আসিয়াছি। আমার বাক এবং ব্যক্তি স্বাধীনতা আমার কাছে সবচাইতে দামি।’
আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার
তিনি আরও লিখেন, ‘ব্যক্তিগত নানা কারণেই মূলত পদত্যাগ করেছি। সরকারি দায়িত্বে থাকলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো মেনে চলাও আমার দ্বারা সম্ভব নয়। সব মিলিয়ে ভেবেছি যে পদত্যাগ করি।’