মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৫৫৯ জন। একই সময়ে মারা গেছে ৫ জন।
সোমবার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন উপজেলার ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জনের। নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী সংক্রমণের হার ৩৪.১২ শতাংশ।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৯২৭ জন। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।