দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুর্ণবাসন ও কৃসি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বিনা মূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর আয়োজনে কৃষি অফিসের সামনে এ বীজ ও সার বিতরণে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী নুর নবী খান, সমাজ সেবা অফিসার আব্দুল আওয়াল, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম প্রমুখ।
এতে উপজেলা ৫৫০ জন কৃষকের মাঝে ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি ও বীজ ১০ কেজি প্রত্যেক কৃষককে দেওয়া হয়।