ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বরগুনায় নদীর পানি বেড়ে জেলা সদরের থানাপাড়া, কলেজরোড, চরকলোনী ও তালতলী উপজেলার খোট্টারচড় এলাকার কয়েকহাজার বসতঘরে প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে ২৫টি ঘের ও প্রায় ৭০টি পুকুরের মাছ।
সদরের থানাপাড়া বাসিন্দারা বলেন, ‘সোমবার (২৫ মে) সকাল থেকে দফায় দফায় বৃষ্টির কারণে দুপুর ১২টার দিকে জোয়ারের পানি উঠে যায় থানাপাড়া এলাকায়। চরকলোনীর কয়েকশ ঘরে পানি ঢুকেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার।’
বলেশ্বরের পানি বেড়ে প্লাবিত হয়েছে খোট্টারচড়। আমার মাছের ঘের ভেসে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’
বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলায় প্রধান দুটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপৎসীমার আড়াই ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পায়রা নদীর পানি বিপৎসীমার ৬ ইঞ্চি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝূঁকিপূর্ণ রয়েছে। সবাইকে সতর্ক থেকে প্রশাসনের কথা মেনে চলার অনুরোধ করেন তিনি।
এনএইচ২৪/জেএস/২০২১