সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তৃণমূলের সাংসদ ও টলিউডের বহুল আলোচিত চিত্রনায়িকা নুসরাত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান জাহান। গত ৩০ আগস্ট হাসপাতাল থেকে নবজাতককে নিয়ে বাসায় ফিরেছেন নুসরাত। এরপর নিজের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করলেও এখনো পুত্রর ছবি প্রকশ্যে আনেননি। এবার নুসরাত জানালেন, ঘুমহীন কাটছে তার রাত-দিন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—চশমা পরে মাথায় হাত দিয়ে বসে আছেন নুসরাত। চোখে-মুখে ক্লান্তির ছাপ থাকলেও, মুখে জড়ানো মমতার হাসি। এ ছবির উপরে লিখেছেন—‘ঘুমহীন রাত-দিন।’
নুসরাতের এই স্টোরি এরই মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। সবাই বুঝতে পারছেন, মা হওয়ার পর ঠিক কেমন কাটছে তার রাত-দিন। শুধু এই স্টোরিই নয়, মা হওয়ার পর নুসরাত আরো দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যা পছন্দ করেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে নুসরাতের ছেলে ঈশানকে দেখার অনুরোধও করেছেন নেটিজেনদের কেউ কেউ।