গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ির নির্মানাধীন ঘর থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বোমাটি উদ্ধার করা হয়।
ওই বাড়িটি উপজেলার কামারদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মেহেদী হাসানের।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাজুল ইসলাম জানান, সকালে মেহেদী হাসানের বাড়ির নির্মাণাধীন একটি ইটের ঘরের বারান্দায় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে এটি টাইম বোমা। এটি সক্রিয় কি না তা বোঝা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এনএইচ২৪/জেএস/২০২১