গোপালগঞ্জে ৩৯ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা

0
1012

গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৯ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৪ হাজার এক’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ভ্রাম্যমান আদালতের বিচারকগণ ও উপজেলা নির্বাহি কর্মকর্তারা এ জরিমানা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কঠোরভাবে পালনের দ্বিতীয় দিনে জেলা শহরসহ ৫ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন দ্বারা পরিচালিত ১২টি ভ্রাম্যমান আদালত ও উপজেলা নির্বাহি কর্মকর্তারা।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৯ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৪ হাজার এক’শ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর স্বাস্থ্যবিধি যাতে সাধারন মানুষ মেনে চলেন তার জন্য আগামী দিনেও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here