গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী মাহেন্দ্র ও মাটি কাটা স্কেভিটরের সাথে সংঘর্ষে রোকসানা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫ জন।
বুধবার (৩০ জুন) বিকালে কাশিয়ানী উপজেলার রামদিয়া-ভুলবাড়িয়া সড়কের ভুলবাড়িয়ায় এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ের থানার রামদিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আবু বক্কর সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত রোকসানা বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কলসি ফুকরা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
রামদিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আবু বক্কর সিদ্দিকী জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র রামদিয়া থেকে ফুকরা আসছিল।
এসময় মাহেন্দ্রটি ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে থাকা একটি মাটি কাটা স্কেভিটরের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে রোকসানা বেগম মারা যান। এসময় অপর আরো ৫ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে প্রেরণ করে।